বিদ্যাসাগর ও বহুবিবাহ
বহুবিবাহপ্রথা ছিল হিন্দু মেয়েদের কাছে এক ভয়ংকর অভিশাপ। বহু সতীন নিয়ে প্রবল দুঃখে ঘর-সংসার করা ছিল তাঁদের অনিবার্য নিয়তি। এর উপর, অনেকক্ষেত্রেই তাঁরা ছিলেন স্বামী-পরিত্যক্তা। মেয়েদের এই দুঃখ নিবারণে এগিয়ে আসেন বিদ্যাসাগর। যুক্তি-তর্কে বিরুদ্ধবাদীদের পরাস্ত করে তৎকালীন সরকার পক্ষের সহায়তায় বহুবিবাহকে আইনত নিষিদ্ধ ঘোষণা করতে তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। শেষ পর্যন্ত ১৯৫৫ সালে এই নিষ্ঠুর প্রথা আইনত নিষিদ্ধ ঘোষিত হয়।
by ড. নন্দিনী জানা | 26 September, 2023 | 6316 | Tags : Polygamy Vidyasagar Nistarini Devi Literature